Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলা

পেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়াম

পেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়াম - West Bengal News 24

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নামকরণ দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের নামে করার সিদ্ধান্ত হয়েছিল। তবে প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির রিও ডি জেনেইরো রাজ্য সরকার।

পেলের নামে মারাকানার নামকরণে গত মাসের শুরুতে রিও ডি জেনেইরো রাজ্য আইনসভায় ভোট হয়েছিল। তবে রিও ডি জেনেইরোর গভর্নর কর্তৃক তা অনুমোদন পেতে হতো। কিন্তু এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন রাজ্য গভর্নর ক্লাউদিও কাস্ত্রো।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করাদের অনেকের যুক্তি, রিওর বাসিন্দা নয় এমন কারো নামে স্টেডিয়ামটির নামকরণ করা ঠিক হবে না।

আরও পড়ুন : বিরাটকে টপকানোর আগেই বাবর ভক্তদের টুইট উৎসব

প্রতিবাদকারীদের মধ্যে আছেন পেলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জেরসন এবং মারিও ফিলহোর নাতি। জেরসন এটাকে ‘অযৌক্তিক’ বলে মত দেন।

মারাকানার নামকরণ করা হয়েছিল দেশটির বিখ্যাত সাংবাদিক মারিও ফিলহোর নামে, যিনি ১৯৪০ সালে স্টেডিয়ামটি নির্মাণে তদবির করেছিলেন।

মারাকানায় ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০১৬ অলিম্পিকের উদ্বোধনও হয়েছে এই মাঠে।

১৯৫০ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে শিরোপা জিতে নেয়। তখন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল ২ লাখ। এখন অবশ্য সেটি ৭৮ হাজার ৮শত ৩৮।

আরও পড়ুন ::

Back to top button