খেলা

টস জিতে রোহিতদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং বিরাটদের

টস জিতে রোহিতদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং বিরাটদের - West Bengal News 24

ঠিক ৫ মাস আগে আইপিএল ২০২০-র ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব ঘরে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। আমিরশাহি থেকে আইপিএল ফিরেছে ভারতের মাটিতে। এবার আইপিএল ২০২১-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই।

আরসিবির প্রথম একাদশ
বিরাট কোহলি (ক্যাপ্টেন), রজত পতিদার, এবি ডি’ভিলিয়র্স (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, মারকো জানসেন, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

মুম্বইয়ের হয়ে অভিষেক লিন ও জানসেনের
মু্ম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আত্মপ্রকাশ ঘটল ক্রিস লিনের। আইপিএল অভিষেক দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটার মারকো জানসেনের।

কোহলিদের প্রথম একাদশে দুই দামি ক্রিকেটার
প্রথম ম্যাচেই আরসিবির প্রথম একাদশে সুযোগ পেলেন দুই দামি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও কাইল জেমিসন। রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সিতে আত্মপ্রকাশ ড্যান ক্রিশ্চিয়ান ও রজত পতিদারের।

টস জিতল RCB
আইপিএল ২০২১-এর উদ্বোধনী ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজে একটানা টস হারার পর অবশেষে টস-ভাগ্য সঙ্গ দেয় বিরাট কোহলির। টস জিতে আরসিবি দলনায়ক প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই ইন্ডিয়ান্সকে। সুতরাং, আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন ::

Back to top button