ঝাড়গ্রাম

বেলপাহাড়িতে পর পর চুরি, এলাকায় ক্ষোভ

স্বপ্নীল মজুমদার

বেলপাহাড়িতে পর পর চুরি, এলাকায় ক্ষোভ - West Bengal News 24

বেলপাহাড়ি: দিনদুপুরে ফের গয়নার দোকানে চুরির ঘটনা ঘটল বেলপাহাড়ির ভরা বাজারে। শুক্রবার সকাল আটটা নাগাদ বেলপাহাড়ির ইন্দিরা চক এলাকার ঘটনা। বৃহস্পতিবার পয়লা বৈশাখে নতুন গয়নার দোকানটির উদ্বোধন হয়। শুক্রবার সকালে দোকান খোলার পরে দোকান মালিক ধনঞ্জয় দত্ত রাস্তার উল্টোদিকে কলে জল আনতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি বাইকে চেপে এসে দোকানের সামনে দাঁড়ায় দুই যুবক। এক যুবক দোকানে ঢুকে রুপোর হার নিয়ে ওই বাইকে চেপে সন্দাপাড়ার দিকে চম্পট দেয়।

স্থানীয়রা পিছু ধাওয়া করলেও ওই দুই যুবককে ধরা যায়নি। বেলপাহাড়ির ব্যবসায়ীরা ফোন করে সন্দাপাড়ার বাসিন্দাদের ঘটনাটি জানান। পুলিশও দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে। কিন্তু ওই দুই দুষ্কৃতী বিদ্যুৎ গতিতে বাইক নিয়ে সন্দাপাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। অনুমান, ওই দুই যুবক ঝাড়খণ্ড রাজ্যের দিকে গা ঢাকা দেয়। গয়নার দোকানে অবশ্য সিসিটিভি নেই। দোকান মালিক ধনঞ্জয় দত্ত বলেন, “একদিন আগে দোকান চালু করা হয়েছে। এমন ঘটবে ভাবতে পারিনি। দুষ্কৃতীরা কেবল একটি রুপোর হার নিয়ে গিয়েছে। সোনার অলঙ্কার নিতে পারেনি।”

আরও পড়ুন : সংক্রমিত হচ্ছে রেল কর্মীরা, কমছে লোকাল ট্রেনের সংখ্যা

বৃহস্পতিবার পয়লা বৈশাখের সকালেও বেলপাহাড়ির একটি ধানের গোলায় ঢুকে দুষ্কৃতীরা কাঠের ক্যাশব্যাক্স নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ধান গোলার মালিক কার্তিক হালদার বলেন, ‘‘দোকান ছেড়ে কয়েক মূহূর্তের জন্য ভিতরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ক্যাশবাক্স লোপাট।’’ স্থানীয়রা জানাচ্ছেন, ওই সময় ধানের গোলায় সামনে দুই যুবককে বাইকে চেপে দ্রুত চলে যেতে দেখেছিলেন তাঁরা। কার্তিকবাবু বলেন, ‘‘এত বছর ব্যবসা করছি। বেলপাহাড়িতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি।’’ বেলপাহাড়ি থানার অদূরে বার বার এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এর আগে গত ৬ এপ্রিল বেলপাহাড়ির ইন্দিরা চকের অন্য একটি গয়নার দোকানে ক্রেতা সেজে এসে ২৭ জোড়া সোনার দুল নিয়ে চম্পট দিয়েছিল বাইক আরোহী দুই যুবক। সেই ঘটনারও এখনও কিনারা হয়নি।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্ত চলছে। শীঘ্রই অপরাধীদের ধরা হবে।’’

আরও পড়ুন ::

Back to top button