আন্তর্জাতিক

ইরানে দুইশ’র বেশি পাকিস্তানি গ্রেফতার

ইরানে দুইশ’র বেশি পাকিস্তানি গ্রেফতার - West Bengal News 24

ইরানের সীমান্তবর্তী এলাকার তাফতানে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ২০৩ পাকিস্তানী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইরান কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জায়গা হতে অবৈধ পাকিস্তানীদের আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।

আরও পড়ুন : চলে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল

জানা যায়, যেসব পাকিস্তানী নাগরিকদের আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করছিলো। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছে তারা।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলোচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে বেলোচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ইরান।

আরও পড়ুন ::

Back to top button