বলিউড

তৃতীয় সন্তান নিলেই জেল-জরিমানা, দাবি কঙ্গনার

তৃতীয় সন্তান নিলেই জেল-জরিমানা, দাবি কঙ্গনার - West Bengal News 24

বরাবরই নিজ মত দিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারদর্শী কঙ্গনা রনৌতের টুইট নিয়ে আবারও মেতেছে সবাই। এবার তিনি ভারতের জনসংখ্যা সীমাবদ্ধ করতে ‘কঠোর আইন’ করার দাবি তুলেছেন।

তবে বিষয়টি তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, সেখানে শুধু বিতর্কই নয়, হয়েছেন ট্রলের শিকারও।

দাবি জানিয়েছেন, অতিরিক্ত সন্তান নিলে যেন তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

কঙ্গনা টুইটারে লেখেন, ‘ভোটের রাজনীতি সরিয়ে রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের কঠোর আইন দরকার। এটা ঠিক, জন্মনিয়ন্ত্রণে ইন্দিরা গান্ধী পদক্ষেপ নেওয়ায় তিনি নির্বাচনে হেরেছিলেন এবং পরবর্তী সময় তিনি মারাও যান। তারপরও আজ সংকটের দিকে তাকিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় সন্তান যারা নেবেন তাদের জরিমানা বা কারাদণ্ড দেওয়া উচিত।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ চর্চাও হচ্ছে। কৌতুক অভিনেত্রী সলোনি গৌর কঙ্গনার বায়োর একটি স্কিনশট প্রকাশ করে তাকে মনে করিয়ে দিয়েছেন, অভিনেত্রীরাই তিন ভাইবোন। তার বড় বোন রাঙ্গালি চান্দেল এবং ছোট ভাই অক্ষত রনৌত।
এদিকে, এমন সপাট জবাবকেও স্বাভাবিকভাবে নেননি কঙ্গনা। সালোনির টুইটারের পাল্টা লিখেছেন, ‘আপনি যদি এ জাতীয় জটিল বিষয়গুলো বুঝতে সক্ষম হতেন, তবে আপনি মানুষের দুর্বলতা বা সাফল্যগুলো নিয়ে উপহাস (কমেডি) না করে মূল্যবান কিছু করতে সক্ষম হতেন। আপনি কোনও কিছু ভালো জানেন না, বোকা।’

আর নিজের তিন ভাইবোন প্রসঙ্গে কঙ্গনা লিখেছেন, ‘কোনও আশ্চর্যের বিষয় নয় যে, আপনার কৌতুক আপনার কাছেই শুধু রসিকতা। আমার বড় ঠাকুরদার ৮ ভাইবোন ছিল। সেই সময় অনেক শিশু মারা যেত। জঙ্গলে আরও বেশি প্রাণী ছিল, তার তুলনায় মানুষের সংখ্যা নেহায়েত কম ছিল। আমাদের অবশ্যই সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীনের মতো আমাদেরও শক্তিশালী নিয়ম থাকা উচিত।’

তবে শুধু সলোনিই নয়, জনসংখ্যা নিয়ে কঙ্গনার এমন টুইটের জবাব দিয়েছেন অনেকেই। কেউ কেউ করেছেন ট্রলও। আর কঙ্গনা যতটুকু পেরেছেন, তার মতো করেই টুইটারে প্রত্যুত্তর দিয়ে চলেছেন।

আরও পড়ুন ::

Back to top button