রাজ্য

কোভিড সংক্রমণে রোজ নতুন রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গ, সবচেয়ে খারাপ অবস্থা কলকাতার

কোভিড সংক্রমণে রোজ নতুন রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গ, সবচেয়ে খারাপ অবস্থা কলকাতার - West Bengal News 24

বাংলায় কোভিডের সংক্রমণ এখন রোজই নতুন রেকর্ড স্পর্শ করছে। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ধরা পড়েছে নতুন আরও ১১ ৯৪৮ জনের মধ্যে। অর্থাত্‍ গতকালের তুলনায় এদিন ১ হাজার জন বেশি কোভিড পজিটিভ রোগী পাওয়া গিয়েছে।

গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। যার মানে বাংলায় মোট কোভিডের মৃতের সংখ্যা এবার প্রায় ১১ হাজার ছুঁতে চলল। এর পরেও কলকাতায় বিপুল সংখ্যক মানুষ যে সচেতন নন, অনেকেরই যে ভ্রুক্ষেপ নেই, তা হাটে বাজারের ছবিতে স্পষ্ট।

সমষ্টির ভাল ভাবার কথা পরের কথা, নিজের ভালটাও অনেকেই বুঝতে চাইছে না। অথচ কলকাতায় অবস্থা সবচেয়ে খারাপ। কতটা খারাপ তা কেবল একদিনের পরিসংখ্যান দিয়ে বোঝা যাবে না। মাত্র সাত দিন আগেও কলকাতায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ১০ হাজারের নিচে।

বৃহস্পতিবার সেই সংখ্যা ১৭ হাজার পার করে দিয়েছে। একই ভাবে উত্তর ২৪ পরগনার অবস্থাও ভাল নয়। এই জেলাতেও কোভিড অ্যাক্টিভ রোগীর ১৪ হাজারের বেশি।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button