ক্রিকেট

ভারত থেকে বিশ্বকাপ চলে যেতে পারে শ্রীলংকায়

ভারত থেকে বিশ্বকাপ চলে যেতে পারে শ্রীলংকায় - West Bengal News 24

ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে টি-টেয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলংকা অথবা আরব আমিরাতে আয়োজন করা হতে পারে- এমন আভাসই দিয়েছে সংস্থাটি।

আইসিসি সূত্রে জানা যায়, ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি, তারপরও করোনা পরিস্থিতি চিন্তায় ফেলেছে আইসিসিকে।

ভারতে প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

এমন পরিস্থিতিতে চলমান আইপিএল শেষ করা নিয়েও রয়েছে দারুণ সংশয়। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, সূচি অনুসারেই আইপিএল সম্পন্ন করা হবে।

আরও পড়ুন ::

Back to top button