নদীয়া

রমজান মাসের ১৪ টি রোজা হয়েই গেল! পোশাক-আশাক বা অন্য কিছু, বেচাকেনা নেই একদম

মলয় দে

রমজান মাসের ১৪ টি রোজা হয়েই গেল! পোশাক-আশাক বা অন্য কিছু, বেচাকেনা নেই একদম - West Bengal News 24

রমজান মাস উপলক্ষ্যে প্রত্যেক বছরই এই সময় প্রবল জনসমাগম প্রতিয় মান হয় শান্তিপুর স্টেশন নিকটস্থ গোডাউন মাঠের হাটে বা নীলমণি হাটে কিন্তু বর্তমান করোনা প্রেক্ষাপটে তেমন জনসমাগম দৃষ্টিগোচর হলো না ।

তবে কোনো কোনো ব্যাবসায়ীদের মতে সকালের দিকে কিছু জনসমাগম ঘটলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল সেভাবে নজরে এলো না আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ।

এই হাটে পুরুষ দের তুলনায় মহিলাদেরকে ই বেশি সক্রিয় ভাবে জিনিসপত্র কেনাকাটা করতে দেখা গেলো । দেখা গেলো মুষ্টিমেয় মানুষজন ছাড়া অধিকাংশ মানুষদেরকে মাস্ক ব্যবহার করতে ।

তবে প্রতি মুহূর্তে জন সচেতনতার জন্য প্রচার পর্ব ও দেখা গেছে । তবে ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেল তাদের প্রত্যেকের গলাতেই যেনো হতাশার সুর বর্তমান উৎভুত করোনা পরিস্থিতি জন্য এবং বেচা কেনার হার কমে যাবার জন্য ।

তারা বলেন রমজান মাসের ১৪ টি রোজা তো হয়েই গেল বাকি আর মাত্র ১৬ টি!

আরও পড়ুন ::

Back to top button