কালবৈশাখীর দেখা মিলতে পারে সপ্তাহের শেষে
জেলার সঙ্গে সঙ্গেই কলকাতাতেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। গরমে হাঁসফাঁস করছে মানুষ। তবে এরই মধ্যে সামান্য স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুত্-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে। জেলার ঝড়-বৃষ্টির প্রভাব কলকাতায় পড়বে। তবে, দিনেবেলার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বিকেলের পর শহরে আবহাওয়ার পরিবর্তন হবে। ফলে বিকেলের পর অস্বস্তিকর পরিবেশ থেকে শহরবাসী সাময়িক স্বস্তি পাবেন।
তবে, কলকাতা শহরে এই মুহূর্তে বড় কালবৈশাখীর সম্ভাবনা কোনো নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন আলিপুর আবহাওয়া অফিসের ডিরেক্টর গণেশ কুমার দাস জানান, কলকাতার তাপমাত্রার আপতত পরিবর্তন হচ্ছে না। দিনের বেলায় শহরে অস্বস্তিকর পরিবেশ থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুত্-সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় ঝড়বৃষ্টির ফলে শহরে বিকেলের পর থেকে ঠান্ডা অনুভূতি মিলবে। নির্বাচনের ফল প্রকাশের পর অর্থাত্ ২ রা মে এর পর কলকাতায় কালবৈশাখীর আসতে পারে।