নদীয়া

সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি কর্মী সমর্থকদের হোম যজ্ঞের আয়োজন নদিয়ার শান্তিপুরে

মলয় দে

সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি কর্মী সমর্থকদের হোম যজ্ঞের আয়োজন নদিয়ার শান্তিপুরে - West Bengal News 24

একদিকে যখন সকলে গণনা কেন্দ্রে ব্যস্ত, কর্মী-সমর্থকরা পার্টি অফিসে বা নিজ নিজ বাড়িতে চোখ রেখেছে টিভির পর্দায়, ঠিক সে সময় নদীয়া শান্তিপুর ব্লকের আরবান্দি পঞ্চায়েতের বিজেপির কর্মী-সমর্থকেরা স্থানীয় “বনবিবি” র পুজোয় মনোনিবেশ করেছেন।

ওই এলাকার অধিবাসীরা বহু প্রাচীনকাল থেকে বিপদ তাড়াতে এবং মঙ্গল কামনায় পুজো দিয়ে থাকেন! লোকোকথা অনুযায়ী , গবাদি পশু বা অন্য কিছু হারিয়ে গেলে দেবীর কাছে মানত করলে ফেরত পাওয়া যায়।

আজকের বনবিবি তলায় হোম যজ্ঞের উদ্যোগীরা জানান সকালেও ঠিক ছিল না হোম যজ্ঞের! কিন্তু গণনার প্রথম রাউন্ডে আমাদের রানাঘাটের বিজেপি প্রার্থী পার্থ চ্যাটার্জি এবং শান্তিপুরের প্রিয় প্রার্থী জগন্নাথ সরকার পিছিয়ে রয়েছেন।

তড়িঘড়ি আমরা যজ্ঞ শুরু করি, এরপর থেকে ক্রমাগত এগোচ্ছে ! এমনকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পর্যন্ত এগিয়ে রয়েছে। তবে বাংলার সামগ্রিক বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকার বিষয়ে তারা জানান, তৃণমূলের হারানোর ভয় আছে! আমাদের নেই। যেটুকু পাবো সেটাই লাভ।

আরও পড়ুন ::

Back to top button