রাজ্য

শীতলকুচির ঘটনায় চাঞ্চল্যকর মোড়! সিট গঠন করেই তদন্তকারী অফিসারকে তলব সিআইডির

শীতলকুচির ঘটনায় চাঞ্চল্যকর মোড়! সিট গঠন করেই তদন্তকারী অফিসারকে তলব সিআইডির - West Bengal News 24

কোচবিহারের শীতলকুচি ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে গঠন করা হল বিশেষ তদন্তকারী দল বা সিট। বৃহস্পতিবার সিটের পক্ষ থেকে ওই ঘটনার তদন্তকারী অফিসারকে ভবানীভবনে তলব করা হয়েছে। তলব করা হয়েছে মাথাভাঙা থানার আইসিকেও।

গত 10 এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোড়পাটকি 126 নম্বর বুথে ব্যাপক গোলমাল হয়। ওই দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যু হয়। ‌ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়ে ওঠে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়ে চার যুবককে খুন করেছে। যদিও নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছিলেন, একদল গ্রামবাসী বুথে ঢুকে হামলা চালিয়েছিল।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর তারা চড়াও হয়। আত্মরক্ষা করতেই জওয়ানরাগুলি চালিয়েছিলেন। শুধু নির্বাচন কমিশনই নয়, কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর ঘটনার দু’ঘন্টা পরে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামবাসী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে বুথে হামলা চালিয়েছিলেন। তাঁরা ইভিএম ছিনতাইয়ের চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 15 রাউন্ড গুলি চালায়। তাতে চার যুবকের মৃত্যু হয়। ‌

সেদিন শিক্ষক শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথে ঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেই দলের মাথায় রয়েছেন ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়। সিটের পক্ষ থেকে বৃহস্পতিবারই ঘটনার তদন্তকারী অফিসার ও মাথাভাঙা থানার ওসিকে তলব করা হয়েছে। ‌

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button