বিনোদন

তানজানিয়ার শিশুদের জন্য ১০০ মিলিয়ন অনুদান দিলেন বিটিএস তারকা

তানজানিয়ার শিশুদের জন্য ১০০ মিলিয়ন অনুদান দিলেন বিটিএস তারকা - West Bengal News 24

বিশ্বের নানা দেশের তরুণদের ওপর বিটিএসের বেশ প্রভাব রয়েছে। কোরীয় এই ব্যান্ড গানের বাইরেও বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, যা অনেকেরই চোখের আড়ালে থেকে যায়।

সম্প্রতি ব্যান্ডটির অন্যতম সদস্য জে-হোপ যেন আরো একবার সেই কথাই মনে করিয়ে দিলেন। সিওল ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তানজানিয়ায় সহিংসতার ঝুঁকিতে থাকা শিশুদের জন্য ১০০ মিলিয়ন ওন (বাংলাদেশি টাকায় ৭৫ লাখেরও বেশি) অনুদান দিয়েছেন তিনি। কোরিয়ান একটি ম্যাগাজিনে তাদের একটি চিল্ড্রেন ডে-তে এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এর আগেও জে-হোপ তার জন্মদিনে, চলতি বছর কোরিয়ার জন্মগত অক্ষম শিশুদের উন্নয়ন কাজে ১৫০ মিলিয়ন ওন অনুদান দেন। চলমান করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত পরিবারের সাহায্যেও সবসময় সাহায্য করে আসছেন জে-হোপ।

প্রসঙ্গত, চলতি মাসের ২১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে বিটিএসের নতুন গান ‘বাটার’। আসন্ন এই গানটি ব্যান্ডটির দ্বিতীয় ইংরেজি মৌলিক গান হিসেবে মুক্তি পাবে৷ তাদের মুক্তিপ্রাপ্ত প্রথম ইংরেজি গান ছিল ‘ডিনামাইট’। সেটি দুনিয়াজোড়া আলোড়ন তৈরি করেছিলো।

আরও পড়ুন ::

Back to top button