রাজ্য

রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট বিজেপি বিধায়কদের

রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট বিজেপি বিধায়কদের - West Bengal News 24

যতদিন না পর্যন্ত রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হচ্ছে, ততদিন বিধানসভা বয়কট করবে বিজেপি। এ দিন রাজ্য বিধানসভায় এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামিকাল, শনিবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানেও বিজেপি-র তরফে কেউ উপস্থিত থাকবেন না বলেই খবর।

এ দিন রাজ্য বিধানসভায় বিজেপি-র নবনির্বাচিত বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই দলীয় বিধায়কদের নিজের নিজের এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। যে দলীয় কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন, তাঁদের পাশে থাকার বার্তা দেন দিলীপবাবু।

পরে সংবাদমাধ্যমের সামনে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, ‘আমাদের অনেক বিধায়ক এখানে এসে পৌঁছতে পারেননি। অনেকে এসেছেন কিন্তু এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন। আমি তাঁদের বলেছি, নিজের এলাকায় যান, আক্রান্ত মানুষ, দলীয় কর্মীদের পাশে থাকুন। আর যতক্ষণ না পর্যন্ত এই হিংসা বন্ধ হচ্ছে, বিজেপি বিধানসভার কোনও অধিবেশনে যোগ দেবে না।’

যদিও বিজেপি-র এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। ফিরহাদ হাকিম বলেন, ‘এর থেকে অনেক বেশি সন্ত্রাস বিজেপি শাসিত রাজ্য গুলিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েই দলমত নির্বিশেষে কড়া হাতে হিংসা বন্ধের নির্দেশ দিয়েছেন। আমরাও পুলিশকে অশান্তি বন্ধে সবরকম ব্যবস্থা নিতে বলেছি। এসব অভিযোগ তুলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার তো কোনও মানে হয় না।’

সূত্র : নিউজ ১৮

 

আরও পড়ুন ::

Back to top button