রাজ্য

রাজ্যে প্রথমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, একদিনে মৃত ১১২

রাজ্যে প্রথমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, একদিনে মৃত ১১২ - West Bengal News 24

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবারই বলেছিলেন, আগামী ১৫ দিন বাড়বে করোনার প্রকোপ। বাস্তবে তা-ই হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে একইভাবে বেড়েছে সুস্থতার হারও। যা স্বাভাবিকভাবেই খানিকটা স্বস্তি দিচ্ছে আমজনতাকে। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে রাজ্যের ১১২ জনের।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৯,২১৬ জন। তাঁদের মধ্যে ৩,৯৫৭ জনই উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। অর্থাত্‍ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯১৫ জন। তৃতীয় স্থানে হুগলি। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৯২ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৭০ জন।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে সংক্রমিত হয়েছেন ৬৪১ জন। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৪, ২৮২।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১২ জনের। তাঁদের মধ্যে ৩৩ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ০৭৬। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭,৭৮০ জন। তাঁদের মধ্যে ৩,৯৮৩ জন কলকাতার। সুস্থতার হার ৮৫.৭৩ শতাংশ। সুস্থতা সামান্য হলেও কমেছে উদ্বেগ।

সুত্র : সংবাদ প্রতিদিন

 

আরও পড়ুন ::

Back to top button