করোনা আবহে কাজের বাজার মন্দা বলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ভয়াবহতায় ইতিমধ্যেই লকডাউন জারি হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে।
যার ফলে স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে পড়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে কাজ করতে যাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক। একদিকে করোনা অতিমারির প্রভাব অন্যদিকে কর্মহীন হয়ে পড়ার কারণে তারা ফিরে আসছেন নিজের দেশে।
রবিবার সকালে হাওড়া থেকে রাধিকাপুর এক্সপ্রেস বা শ্রমিক স্পেশাল ট্রেনে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক দের ফিরতে দেখা গেল নিজেদের ঘরের উদ্দেশ্যে। সকাল আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দুপুর বারোটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। কাটোয়া ডিভিশনে রেল লাইনে কাজ হওয়ার কারণেই ট্রেনটিকে নবদ্বীপ স্টেশনে দাঁড় করাতে বাধ্য হয় রেল দপ্তর।
মালদা, মুর্শিদাবাদ ঝাড়খন্ড সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বহু পরিযায়ী শ্রমিককে এই দিন ফিরে আসতে দেখা গেল। করোনা মহামারীর প্রভাবে লকডাউন চলার জন্য কাজের বাজার মন্দা থাকার কারণেই তাঁরা নিজেদের পরিবারের কাছে ফিরে আসছেন বলে এই দিন জানান পরিযায়ী শ্রমিকেরা।