ঝাড়গ্রাম

প্রয়াত বিজেপি নেতাকে শ্রদ্ধা তৃণমূল বিধায়কের

স্বপ্নীল মজুমদার

প্রয়াত বিজেপি নেতাকে শ্রদ্ধা তৃণমূল বিধায়কের - West Bengal News 24

গোপীবল্লভপুর: রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। বিপুল ভোটে তৃণমূল তৃতীয় বার রাজ্যের ক্ষমতায় এসেছে। আর তারপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ঠিক এমনই সময়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের পরিচয় দিলেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু। রবিবার গোপীবল্লভপুরের এক প্রয়াত বিজেপি নেতার বাড়িতে গিয়ে মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন দুলালবাবু। তাঁর বিধানসভা এলাকার বিজেপি নেতা নগেন সিং (৬৮) এদিনই ভোরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রয়াত হন।

অসুস্থতার জন্য কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন নগেনবাবুর মৃতদেহ তাড়কি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই নগেনবাবুর বাড়িতে যান তৃণমূল বিধায়ক দুলালবাবু। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ।

নগেন সিং ছিলেন বিজেপির গোপীবল্লভপুর-১ মণ্ডলের সভাপতি। বর্ষীয়ান নগেনবাবু এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দুলালবাবু বলেন, “নগেনবাবু আগে ঝাড়খণ্ড পার্টি করেন। উনি একসময় এলাকায় বাম বিরোধী আন্দোলনের মুখ ছিলেন। মতাদর্শ নিয়ে রাজনীতি হয়। তাতে বিরোধ থাকবে। কিন্তু সৌজন্যের ঘাটতি হওয়াটা অনুচিত।”

আরও পড়ুন ::

Back to top button