আন্তর্জাতিক

ফের মার্কিন মুলুকে জন্মদিনের পার্টিতে বন্দুকবাজের হামলা, নিহত ৭

ফের মার্কিন মুলুকে জন্মদিনের পার্টিতে বন্দুকবাজের হামলা, নিহত ৭ - West Bengal News 24

ফের বন্দুকধারীর হামলায় ছয় প্রাণ গেল মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালায় ওই বন্দুকধারী।

কলারাডোর স্প্রিংস শহরে রোববার (০৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারী নিহতদের মধ্যে একজনের প্রেমিক। হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

এরআগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন।

শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩।

সূত্র : বিবিসি

আরও পড়ুন ::

Back to top button