জাতীয়

শ্মশান থেকে করোনা রোগীদের জামাকাপড় চুরি করে বিক্রি

শ্মশান থেকে করোনা রোগীদের জামাকাপড় চুরি করে বিক্রি - West Bengal News 24

বাংলায় একটি প্রবাদ আছে- ‘চোরে না শোনে ধর্মের কাহিনী।’ তেমনই ঘটনা ঘটে চলেছে ভারতে। করোনা মহামারিতে বিধ্বস্ত ভারত। তারপরও দেদারচে হচ্ছে চুরি। শ্মশান ও কবরস্থান থেকে মৃতদেহের পোশাক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছে একটি চক্র।

পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা-কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত।

পুলিশের সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদেহের বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি ও একাধিক জামা। সেগুলো ধুয়ে ও ইস্ত্রি করে গ্বয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করত তারা। এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তরা যোগাযোগ রাখছিল।

পুলিশ আরও জানায়, আটকদের মধ্যে ৩ জন একই পরিবারের। গত ১০ বছর ধরে এই কাজ করছে তারা। তাদের বিরুদ্ধে মহামারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জিনিউজ

আরও পড়ুন ::

Back to top button