রাজ্য

বাড়িতে জায়গা নেই, টয়লেটেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক

বাড়িতে জায়গা নেই, টয়লেটেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক - West Bengal News 24

করোনায় আক্রান্ত হলে যেন রক্ষা নেই। শুরু হয় আতঙ্ক। আবার হাসপাতালে জায়গা পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। আইসোলেশনে বাড়িতে থাকারও পর্যাপ্ত ঘর নেই। এমন করুণ চিত্র দেশের।

করোনায় আক্রান্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের ধুপগুড়ির এক যুবক বেশ বিপাকে পড়েছে। বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই। তাই বাধ্য হয়ে তাকে বাথরুমেই আশ্রয় নিতে হয়েছে।

ধুপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। গত ৬ মে তার আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে তার। কেননা বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছে। আইসোলেশনে থাকার মতো ঘর নেই। তাই শেষপর্যন্ত বাথরুমে থাকারই সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে এলাকার কেউ করোনায় আক্রান্ত হলে ব্লক স্বাস্থ্য দপ্তরের যোগাযোগ করতে বলা হয়েছিল। তারাই সেফ হোমের ব্যবস্থা করে দেন। কিন্তু তাদের কোনও দেখা নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অন্যদিক এমন কোনও ঘটনার কথা জানেন না বলে জানিয়েছেন ধুপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা রায়। তিনি বলেন, কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। তবে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনা নিয়ে ধূপগুড়ির বিএমওএইচ সুরজিত ঘোষ বলেন বিষয়টি আমি শুনেছি। ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন ::

Back to top button