জাতীয়

কোভিড আক্রান্ত ৮০জন চিকিত্‍সক, দিল্লিতে হাসপাতালে চরম অচলাবস্থা

কোভিড আক্রান্ত ৮০জন চিকিত্‍সক, দিল্লিতে হাসপাতালে চরম অচলাবস্থা - West Bengal News 24

হাসপাতালে একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৮০জন চিকিত্‍সক। এঁদের ভিতর এক চিকিত্‍সকের মৃত্যু হয়েছে করোনায়। ঘটনাটি ঘটেছে দিল্লির সরোজ হাসপাতালে। হাসপাতালের এতজন চিকিত্‍সক করোনা আক্রান্ত হওয়ার পরে অচলাবস্থা দেখা দিয়েছে। হাসপাতালের বহির্বিভাগ এখন বন্ধ। হাসপাতাল সূত্রের খবর, করোনা সংক্রমিত চিকিত্‍সকদের মধ্যে ১২জন চিকিত্‍সক হাসপাতালে চিকিত্‍সাধীন। বাকিরা বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় মৃত চিকিত্‍সকের নাম একে রাওয়াত।

রাজধানীতে করোনা সংক্রমণ কমেনি। বরং তা উত্তরোত্তর বেড়ে চলেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় ২৭৩জনের মৃত্যু হয়েছে। দেশের রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোভিড পরিস্থিতি সামলাতে নাজেহাল। এছাড়া দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকে ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলেছে বেশ কিছুদিন ধরেই। সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে দিল্লিতে।

পাশাপাশি দিল্লিতে চলছে লকডাউন। রাজধানীতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৮৬ হাজার। রাজধানীর প্রতিটি হাসপাতালে করোনা রোগীর ভর্তি হওয়ার লাইন ক্রমে আরও লম্বা হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে করোনা রোগীদের রোগযন্ত্রণা সইতে হচ্ছে চিকিত্‍সা না মেলায়।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button