জাতীয়

ভ্যাকসিন নিয়ে চরম সংকট দেশ জুড়ে, এরই মাঝে ৫০ লাখ কোভিশিল্ড ব্রিটেনে পাঠাতে চায় সিরাম

ভ্যাকসিন নিয়ে চরম সংকট দেশ জুড়ে, এরই মাঝে ৫০ লাখ কোভিশিল্ড ব্রিটেনে পাঠাতে চায় সিরাম - West Bengal News 24

দেশ জুড়ে কোভিডের বাড়বাড়ন্তের মাঝে ১৮ ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু সময়মতো এত ভ্যাকসিনের জোগান, টিকার দাম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

বিতর্কের মাঝেই দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি দেন সিরাম ইনস্টিটিউট কর্তা আদার পুণাওয়ালা। তাঁরই এক অন্যায় আবদারে এবার সটান ‘না’ বলে দিল নয়াদিল্লি। সিরাম নির্মিত কোভিশিল্ড ভ্যাকসিনের ৫০ লক্ষ ডোজ ব্রিটেনে রফতানি করতে চেয়েছিল পুণের ভ্যাকসিন নির্মাতা সংস্থা। কিন্তু বলা বাহুল্য, দেশের এই সংকটের সময় তাতে সায় দেয়নি কেন্দ্র।

সিরামের আবেদন নাকচ করে দিয়েছে তারা। এমনিতেই দেশ জুড়ে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। কেন্দ্রের কাছে ভ্যাকসিনের জন্য আবেদন জানিয়েছে রাজ্যগুলি। কিন্তু সময়মতো তা পৌঁছয়নি। এমন অবস্থায় ব্রিটেনে ভ্যাকসিন পাঠানোর আবেদন কীভাবে সিরাম করল, তা নিয়েই উঠছে প্রশ্ন। সিরাম কর্তা আদার পুণাওয়ালা এখন রয়েছেন ব্রিটেনেই। রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের নির্ধারিত দাম ৪০০ থেকে কমিয়ে ৩০০ করা হয়েছিল।

যদিও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এই দাম ৬০০ টাকাই রাখা হয়েছে। কিন্তু তারপরেই নাকি নানা ভাবে হুমকির মুখোমুখি হতে হয় পুণাওয়ালাকে। যার জেরে দেশ ছেড়েছেন তিনি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে নরেন্দ্র মোদী সরকার বিদেশে দেদার ভ্যাকসিন রফতানি করেছিলেন। মোট ৯৫টি দেশে কেন্দ্র সরকারের তরফে স্রেফ বিলিয়ে দেওয়া হয়েছিল লাখ লাখ ভ্যাকসিন। একে ‘ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ’ নামও দেওয়া হয়েছিল। কিন্তু এখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশাহারা গোটা দেশ। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জারি মৃত্যু মিছিলও।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button