জাতীয়

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধ কোটির মাদক উদ্ধার বিএসএফের

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধ কোটির মাদক উদ্ধার বিএসএফের - West Bengal News 24

সীমান্ত সুরক্ষা বাহিনীর বড় সাফল্য। আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কেজি মাদক আটক করল বিএসএফ জওয়ানরা। নারকোটিক্স বিভাগ এগুলিকে হেরোইন বলে নিশ্চিত করেছে। ভারত-বাংলাদেশের সীমান্ত মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা থেকে গত ৮ মে রাত্রি ১১ টা নাগাদ কয়েকজন চোরা চালানকারীদের দেখতে পান ডিউতিরত জওয়ানরা। যদিও অন্ধকার থাকায় তারা সকলেই পালিয়ে যায়। সেখান থেকেই জওয়ানরা ওই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে।

এরপর সেগুলিকে পরীক্ষা করার জন্য কলকাতা জোনাল ইউনিটকে ডাকা হয়‌। গত ৯ মে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কলকাতা জোনাল ইউনিট থেকে শ্রী কেকে গুপ্তা সহ ৬ জন সীমা চৌকি আট্রোকিয়ায় এসে পরিদর্শন‌ করেন। তার পরদিন সেগুলি পরীক্ষা করে হেরোইন বলেই জানানো হয়। বাজেয়াপ্ত করা ওই হেরোইনগুলির বাজারমূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।

কার্যনির্বাহী উপদেষ্টা অবনীশ কুমার শর্মা এই ৩৫ বাহিনী জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, যে কেবলমাত্র তার জওয়ানরা কর্তব্যরত দায়িত্বে সতর্ক থাকার ফলেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেছেন, যে তাঁর জওয়ান সীমান্তে অপরাধ রোধে ‘শূন্য চোরাচালান’-এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button