পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুন সুযোগ, এই প্রকল্পে টাকা রাখলেই বেশি সুদ সহ পাবেন মোটা মুনাফা
এখনও পর্যন্ত বেশ কিছু মানুষের কাছে এখনও সঞ্চয়ের অর্থ FD বা ফিক্সড ডিপোজিট ৷ কেননা যেকোনও বিনিয়োগের এটি সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম ৷
যদিও বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানো হয়েছে ৷ তবুও সঞ্চয়ের অত্যন্ত জনপ্রিয় বিকল্প হচ্ছে ফিক্সড ডিপোজিট ৷
FD-এর ক্ষেত্রে দেশের দ্বিতীয় বৃহত্তম বড় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কের একটি দুরন্ত এফডির স্কিম নিয়ে বাজারে এসেছে ৷
৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যেতে পারে ৷ ফিক্সড ডিপোজিটের নাম ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া হয়েছে (Uttam Fixed Deposit Scheme) ৷
এই প্রকল্পের মাধ্যমে ১৫ লক্ষ টাকা থেকে বেশি কিন্তু ২ লক্ষ টাকার থেকে কম টার্ম ডিপোজিট করা যেতে পারে ৷ এই প্রকল্পটি গত ১ জানুয়ারি ২০২১ থেকে চালু হয়েছে ৷
এক নজরে দেখে নেওয়া যাক সুদের হার ৷ ৯১ থেকে ১৭৯ দিনে সুদ পাওয়া যাবে ৪.০৫ শতাংশ এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের বহাল থাকছে একই ৷
- ১৮০ থেকে ২৭০ দিনে ৪.৪৫ শতাংশ সুদ পাওয়া যাবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৪৭ শতাংশ ৷
- ২৭১ দিন থেকে ১ বছর পর্যন্ত সুদের হার ৪.৫৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৬০ শতাংশ ৷
- ১ বছর পর্যন্ত ৫.২৫ শতাংশ সুদের হার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৫.৩৫ শতাংশ হারে সুদ ৷
- ১ থেকে ২ বছর ৫.২৫ শতাংশ সুদের হার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৫.৩৫ শতাংশ হারে সুদ ৷
- ২ থেকে ৩ বছর পর্যন্ত ৫.২৫ সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে ৷
- ৩ থেকে ৫ বছর পর্যন্ত সুদের হার ৫.৩৫ শতাংশ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদ ৫.৭৬ শতাংশ ৷
- ৫ থেকে ১০ বছর পর্যন্ত সুদ পাওয়া যাবে ৫.৩৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৬.০৯ শতাংশ ৷
PNB-এর উত্তম ফিক্সড ডিপোজিট ম্যাচিউরিটি ৯১ দিন থেকে ১২০ মাস পর্যন্ত ৷
সূত্র : নিউজ ১৮