কলকাতা

অক্সিজেন কালোবাজারি কাণ্ড, এসএসকেএম-এর সামনে থেকে গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক

অক্সিজেন কালোবাজারি কাণ্ড, এসএসকেএম-এর সামনে থেকে গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক - West Bengal News 24

এক একটা অক্সিজেন সিলিন্ডারের দাম ৩২ হাজার টাকা। তাও আবার সরকারি হাসপাতালের সামনেই বিকোচ্ছে। বিক্রেতা আবার অ্যাম্বুলেন্স চালক। এই অভিযোগে এসএসকেএম-এর সামনে থেকে দুই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃতদের নাম রাজ পাল বাল্মীকি ও সুদাম প্রধান।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। চরম আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। শহর কলকাতাতেও প্রায় ৯০ শতাংশ করোনা রোগীর প্রয়োজন পড়ছে অক্সিজেন সাপোর্ট। কিন্তু সহজে মিলছে না কোথাও। অনেক সময়ে হাসপাতাল থেকেই রোগীর পরিজনদের অক্সিজেন সিলিন্ডার জোগার করতে বলা হচ্ছে।

আর এমন সময় রোগীর আত্মীয়-পরিজনদের অসহায়তার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু লোক অক্সিজেনের কালোবাজারি শুরু করেছে। যার আরও একটি উদাহরণ মিলল বৃহস্পতিবার। চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির সময় এসএসকেএম-এর সামনে থেকে দুই অ্যাম্বুলেন্স চালককে হাতেনাতে পাকড়াও করা হয়। তারা নিজাম প্যালেসের কোয়ার্টারে থাকে। তাদের সঙ্গে বাবু নামে আরও একজন রয়েছে বলে ইবি সূত্রে খবর। সেই এই চক্রের মূল পান্ডা।

মঙ্গলবারই অক্সিজেনের কালোবাজারির সাথে যুক্ত দুই অভিযুক্তকে বনগাঁ এবং গোপালনগর থেকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। ধৃতদের নাম পিন্টু পাল ও সৌরভ সাহা। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন কোম্পানির বেনামি সিম কার্ড তুলে তার মাধ্যমে সরকারি দামে অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করে রাখে। এর পর চড়া দামে সেই সিলিন্ডার রোগীর আত্মীয়কে বিক্রি করে তারা।

পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভেতর চড়া দামে অক্সিজেন সিলিন্ডার ভাড়া দেওয়ার অভিযোগও উঠে এসেছে। এক টলিউড অভিনেতা এ বিষয়ে কলকাতা পুলিশে অভিযোগও দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে।

সুত্র :এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য