করোনা কালে উলটো সুর! কেন্দ্রের সমালোচনায় এবার অনুপম খেরও
অভিনেতা অনুপম খেরের মুখে সবসময়ই শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির সাংসদ। এবার সেই অনুপম খেরও কেন্দ্রের সমালোচনা করে ফেললেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে করোনা মোকাবিলা প্রসঙ্গে অনুপম খের বলেন, ‘কোথাও একটা ওরা স্লিপ করেছে। জীবনে যে ভাবমূর্তি তৈরির চেয়েও অনেক বেশি কিছু আছে, এবার ওদের এটা বোঝার সময় এসেছে।’
ওই সাক্ষাত্কারে অনুপম খেরকে প্রশ্ন করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের কি উচিত ছিল নিজেদের ভাবমূর্তি নিয়ে না ভেবে জনসাধারণকে ত্রাণ সরবরাহ করা? মৃতদেহ ভেসে উঠছে নদীতে, নদীর চরে বালিতে পুঁতে রাখা হচ্ছে মৃতদেহ, শ্মশানে জ্বলছে চিতা। এইসব দৃশ্য কতটা যন্ত্রণাদায়ক? জবাবে অনুপম খের বলেন, ‘আমার মনে হয় অনেকক্ষেত্রে সমালোচনা যথেষ্ট যুক্তিযুক্ত।
কেন্দ্রের উচিত সেসব কাজ করা, যার জন্য তাদের নির্বাচনে জিতিয়ে ক্ষমতায় আনা হয়েছে। নদীতে মৃতদেহ ভেসে যাচ্ছে, এই দৃশ্য দেখে অমানবিক কেউই একমাত্র অবিচলিত থাকতে পারবেন। কিন্তু এটাকে অন্য কোনও রাজনৈতিক দল তাদের লাভের জন্য ব্যবহার করছে, সেটাও ঠিক নয়।’ এরপরই তাঁর সংযোজন, ‘মানুষ হিসাবে আমাদের রাগ হওয়া স্বাভাবিক। যা হয়েছে, তার জন্য সরকারকে দায়ী করা জরুরি।’
অনুপম খেরের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে বিদ্রুপ।
#AnupamKher criticise central govt
Meanwhile anupam kher situation. pic.twitter.com/JdwHtqPfsX— kangana ran-out (@kanganarunouut) May 13, 2021
সুত্র :সংবাদ প্রতিদিন