ঝাড়গ্রাম

করোনার প্রতিষেধক পেলেন ঝাড়গ্রাম জেলার ২৯ সাংবাদিক

স্বপ্নীল মজুমদার

করোনার প্রতিষেধক পেলেন ঝাড়গ্রাম জেলার ২৯ সাংবাদিক - West Bengal News 24

ঝাড়গ্রাম: সাংবাদিকরাও ‘করোনা যোদ্ধা’। ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সর্বত্র সাংবাদিকদেরও অগ্রাধিকারের ভিত্তিতে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ২৯ জন সাংবাদিককে করোনার প্রতিষেধক দেওয়া হল।

সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’-এর সম্পাদক অশোক ভট্টাচার্য।

এদিন জেলা তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঝাড়গ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষেধক দেওয়া হয়। যদিও এদিন কয়েকজন সাংবাদিক উপস্থিত থাকতে পারেননি। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেন। তারপরই মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মরত সাংবাদিকদের কোভিড প্রতিষেধক দেওয়ার কথা জানান।

প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে উদ্যোগী হয় ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলাশাসক জয়সি দাশগুপ্তের নির্দেশে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জেলার সাংবাদিকদের তালিকা তৈরি করে। এদিন সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী এবং ওই দপ্তরের কর্মী দেবাশিস মুখোপাধ্যায়।

সঞ্জয়বাবু বলেন, “করোনা আবহে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহ করেন। সেই কারণে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদেরও কোভিড যোদ্ধা হিসেবে প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” এদিন ওই ২৯ জন সাংবাদিক প্রতিষেধকের প্রথম ডোজ পেয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button