খুশির ঈদে সম্প্রীতির বার্তা, ভারত-পাক সেনাবাহিনীর মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়
এই শান্তি চিরস্থায়ী হবে কিনা জানা নেই। তবে ইদ উপলক্ষে ভারত–পাক সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ। সম্প্রতি ভারত–পাক সীমান্তে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ-বিরতি চুক্তি আছে। তারইমধ্যে দু’দেশের সেনাবাহিনীর মধ্যেই শুভেচ্ছা বিনিময় হল।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সাধারণত ইদ, দোল ও দীপাবলি উপলক্ষে ভারত ও পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের প্রচলন বহুদিন ধরেই চলে আসছে।এবার সেই প্রচলনই যেন ফিরে এল। ইদ উপলক্ষে উরি সেক্টরের তাঙধার, কুপওয়ারা ও কামান-আমন সেতু এলাকায় তিতওয়াল ক্রসিং দুই দেশের সেনাবাহিনীর মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে।
শুধু তাই নয়, সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পুঞ্চ–রাওয়ালকোট ক্রসিংয়ে, মেন্ধার–হটস্প্রিং ক্রসিংয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। দুই দেশই সংঘর্ষ বিরতি চালিয়ে যাওয়ায় যেভাবে ভারত–পাক সীমান্তে শান্তি ও সম্প্রীতির এক বাতাবরণ সৃষ্টি হয়েছে, তা সত্যিই নজিরবিহীন। সম্পূর্ণ কোভিড বিধি পালন করেই দুই দেশের সেনারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি জম্মুর সীমান্তবর্তী এলাকাতেও এই একইভাবে দুই দেশের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল লেফট্যানেন্ট জেনারেল পরমজিত সিং পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল নৌমন জাকারিয়ার একপ্রস্থ আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরেও আলোচনা চলতে থাকে। দুই দেশের মধ্যে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত ও পাকিস্তান দুই দেশ সংঘর্ষ-বিরতি চুক্তি পালন করবে। ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের ঘটনা ও জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল।
সুত্র: হিন্দুস্তান টাইমস