নদীয়া

রানাঘাট পৌরসভা এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে তৈরি হলো সেফহোম

মলয় দে

রানাঘাট পৌরসভা এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে তৈরি হলো সেফহোম - West Bengal News 24

রানাঘাটে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য। ইতিমধ্যেই রানাঘাটে করোনার শিকার হয়েছেন বেশকিছু পৌর নাগরিক। এমতাবস্থায় রানাঘাট পৌরসভা এবং লায়ন্স ক্লাব অফ রানাঘাটের যৌথ উদ্যোগে রানাঘাট নাসরা স্কুলে উদ্বোধন হলো সেফ হোমের।

শুক্রবার এই সেফ হোমের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। যে সমস্ত পৌর নাগরিকের করোনা উপসর্গ থাকবে এবং তাদের বাড়িতে যদি আলাদা ঘর না থাকে তাহলে সেই সমস্ত রোগী অগ্রাধিকারের ভিত্তিতে এই সেফ হোমে স্থান পাবে।এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে 24 ঘণ্টা।

থাকছে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই।ডাক্তার ও ওষুধের বন্দোবস্ত থাকবে 24 ঘন্টা। রানাঘাট পূর্বপাড়ে সেফ হোম হওয়ায় খুশি রানাঘাটবাসী।

এই সেফ হোম থেকেই চিহ্নিত হবে করোনা রোগী।সেফ হোমের আবাসিকদের জন্য খাবার আসবে লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের ক্যান্টিন থেকে।

রানাঘাট পৌরসভার তত্ত্বাবধানে দেখভালের দায়িত্বে থাকবে লায়ন্স ক্লাব।

আরও পড়ুন ::

Back to top button