করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা
করোনায় মৃত্যুর মিছিল আটকাতে পারছে না সরকার। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আর্জি জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে সেই মামলাটিকে গোটা দেশের স্বজনহারাদের জনস্বার্থ মামলা হিসেবে দেখার নির্দেশ দিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লি-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ বিপজ্জনক হারে বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। হাসপাতালে অক্সিজেনের অভাব এই করোনা রোগীদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠছে। চিকিত্সা ব্যবস্থাকে সচল রাখার দায়িত্ব রাজ্য সরকারের। সে ক্ষেত্রে সরকার নাগরিকদের জীবন রক্ষার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী পূরবী মিদ্দা এই মামলা করেছেন। পূরবী তাঁর দায়ের করা মামলায় জানিয়েছেন, করোনায় যারা মারা যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির মৃত্যুর ফলে সেই পরিবার অসহায় হয়ে পড়ছে। তাই মৃত ব্যক্তিদের পরিবারকে রাজ্য সরকার আর্থিক ক্ষতিপূরণ দিক।
সোমবার এই মামলাটি ওঠে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে। মামলাটি শোনার পর ডিভিশন বেঞ্চ অভিনব এক রায় দিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, ক্ষতিপূরণ সংক্রান্ত বিশেষ মামলাটি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই সমস্ত মৃত ব্যক্তির পরিবারের মামলা হিসেবে গণ্য করতে হবে। তবে ক্ষতিপূরণের বিষয়টি আদালত নির্দিষ্ট করে কিছু বলবে না। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও রাজ্যের নীতিনির্ধারক কমিটি।
একটি বিশেষ মামলাকে সমস্ত মৃত ব্যক্তিদের পরিবারের জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করার এই রায়কে দেশের নাগরিকদের পক্ষে সদর্থক বলে মনে করছেন আইনজ্ঞ মহল। এখন দেখার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কতটা সদর্থক ভূমিকা নেয়।
সুত্র : প্রথম কলকাতা