জাতীয়

শিশুদের টিকাকরণ শুরু করুন, সিঙ্গাপুরের বিমান বন্ধ করুন, তৃতীয় ঢেউ নিয়ে মোদীকে সতর্ক করলেন কেজরিওয়াল

শিশুদের টিকাকরণ শুরু করুন, সিঙ্গাপুরের বিমান বন্ধ করুন, তৃতীয় ঢেউ নিয়ে মোদীকে সতর্ক করলেন কেজরিওয়াল - West Bengal News 24

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একেবারে নাজেহাল অবস্থা ভারতের। দৈনিক সংক্রমণ আজও আড়াই লক্ষাধিক। এই অবস্থায় সিঙ্গাপুরে মিলেছে করোনার এক নতুন প্রজাতি। যার জেরে ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে কেন্দ্রকে সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি দ্রুত সিঙ্গাপুর থেকে দেশে বিমান চলাচল বন্ধ করার প্রস্তাবও কেন্দ্রকে দিয়েছেন কেজরি।

মঙ্গলবার করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি সম্পর্কে সতর্ক করে একটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌করোনার এই নয়া প্রজাতি শিশুদের জন্য ভীষণ ক্ষতিকর। সিঙ্গাপুরে এই নতুন প্রজাতির দেখা পাওয়া গিয়েছে। তাই এবার‌ দেশে শিশুদেরও দ্রুত করোনা টিকাকরণের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের।’‌

ভাইরাসের এই সিঙ্গাপুর প্রজাতি যাতে কোনওভাবেই দেশে ছড়াতে না পারে, তাই ওদেশ থেকে ভারতে বিমান অবতরণ বন্ধ করার আর্জিও জানিয়েছেন কেজরি। টুইটে কেন্দ্রকে সতর্ক করে তিনি লিখেছেন, ‘‌কেন্দ্রের কাছে অনুরোধ, দয়া করে দ্রুত সিঙ্গাপুর থেকে দেশে বিমান পরিষেবা বন্ধ করা হোক।’‌

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button