রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ এক ব্যক্তির
করোনার বিপদ ঘিরে ফেলেছে সাধারণ মানুষকে। আর তার মধ্যেই চলছে নোংরা রাজনীতি। প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখালেন এক যুবক।
রাজ্যে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা মোকাবেলায় গত রবিবার থেকে রাজ্যে লকডাউন জারি হয়েছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। রুটিরুজি বন্ধ হয়েছে বহু মানুষের। তারই মধ্যে অব্যাহত রাজনৈতিক সংঘাত। সোমবার রাজ্যের চার হেভিওয়েট রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে সিবিআই।
আর তারপরই লকডাউন ভেঙে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সামাজিক দূরত্বের বালাই না রেখে নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ হয়েছে রাজভবনের সামনেও। জেলায় জেলায় পথ অবরোধ, বিজেপি পার্টি অফিসে হামলা সবই হয়েছে। করোনা আবহে রাজনৈতিক সংঘাতের প্রতিবাদ জানাতে অভিনব আন্দোলন করলেন এক যুবক।
এক পাল ভেড়া নিয়ে এদিন তিনি রাজভবনের সামনে হাজির হন। রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবনের সামনে ভেড়ার পাল নিয়ে আন্দোলন পুলিশ অবশ্য প্রশ্রয় দেয়নি। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
আন্দোলনকারী যুবকের দাবি, তিনি সিটিজেন এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন নামে একটি সংগঠনের সদস্য। তিনি বলেন, ‘করোনায় রাজ্যে মানুষ মরছে। আর এক শ্রেণীর মানুষ এই বিপদের দিনেও রাজনৈতিক সংঘাত করছে। রাজ্যে নোংরা পলিটিক্স চলছে। আর তার জন্য দায়ী রাজ্যপালও।’
রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেয়। বিশেষজ্ঞ মহলের মতে, ভেড়ার পাল নিয়ে অভিনব আন্দোলনে নতুন অভিমুখ তৈরি করলেন ওই যুবক।
সুত্র : প্রথম কলকাতা