জাতীয়

মুম্বাইয়ে বার্জ ডুবিতে ৩৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩৮

মুম্বাইয়ে বার্জ ডুবিতে ৩৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩৮ - West Bengal News 24

২৬১ যাত্রী নিয়ে চারদিন আগে মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বার্জ পি-৩০৫। যাত্রীদের মধ্যে ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৭ মরদেহ এবং ১৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) এসব জানিয়েছে গণমাধ্যম।

গত সোমবার (১৭ মে) ঝড়ের কবলে পড়ে আরব সাগরে বার্জটি ডুবে যায়। এরপর বার্জের নাবিকদের উদ্ধারে আইএনএস কোচি, কলকাতা, জিস, বেতওয়া এবং ত্যাগ নামে নেভির পাঁচটি জাহাজ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারে অংশ নেয় হেলিকপ্টারও।

সোমবার রাতে গুজরাটের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে তওকত। ‘অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে’ রূপ নেওয়া তওকতের আঘাতে গুজরাটের ১২ জেলায় অন্তত ৪৫ জনের প্রাণহানী হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গুজরাটের সৌরাষ্ট্র বিভাগের আমরেলি জেলায়। সেখানে মারা গেছেন ১৫।

আরও পড়ুন ::

Back to top button