জাতীয়

দেশের করোনাগ্রাফে স্বস্তি! কমল দৈনিক সংক্রমণ, তবে মৃত্যুমিছিল অব্যাহত

India Corona Update : দেশের করোনাগ্রাফে স্বস্তি! কমল দৈনিক সংক্রমণ, তবে মৃত্যুমিছিল অব্যাহত - West Bengal News 24

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল আড়াই লক্ষের কাছাকাছি। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি। এ নিয়ে পর পর ৩ দিন দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ছাড়িয়ে গেল। কোভিডের জন্য দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের।

দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সং‌খ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষের বেশি। মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ লক্ষের কাছাকাছি।

বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলেছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মহারাষ্ট্রের সংক্রমণ এখন ৩০ হাজারের কম। কেরলে একটু কমলেও ৩০ হাজারের আশপাশে রোজ আক্রান্ত হচ্ছেন সেখানে। কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া। তামিলনাড়ুর অবস্থা এই মুহূর্তে সবথেকে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৫ হাজার ছাড়িয়েছে। অন্ধ্রেও তা ২০ হাজারের বেশি।

পশ্চিমবঙ্গে ১৯ এবং ওড়িশাতে ১১ হাজারের ঘরে ঘোরাফেরা করছে তা। গত কয়েকদিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।

সুত্র : আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button