ঝাড়গ্রাম: নজির গড়লেন তিন বন্ধু! প্রবল বৃষ্টির মধ্যে ট্রলিতে শুইয়ে এক মুমূর্ষু ভবঘুরেকে নিয়ে গেলেন হাসপাতালে। করোনা আবহে যেখানে কেবল অবিশ্বাস আর সংশয়ের বাতাবরণ, ঠিক এমনই সময়ে ভয় ভেঙে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা প্রমাণ করলেন বিশ্বাস হারানো উচিত নয়। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আদর্শে ‘জীব সেবাই শিব সেবা’র মন্ত্রে উদ্বুদ্ধ ওই যুবকদের নিয়ে গর্বিত ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার রামমন্দির এলাকায় নালার মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধ ভবঘুরে। ওই বৃদ্ধকে নালায় পড়ে থাকতে দেখেও এগিয়ে আসেননি স্থানীয়রা। বিকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হলে সংজ্ঞাহীন বৃদ্ধ ভিজতে থাকেন। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন মানিকপাড়ার তিন ব্যবসায়ী অমিত শ্রীবাস্তব, প্রণব সিনহা ও অসিত মাহাতো।
একটি ট্রলি এনে ওই বৃদ্ধকে চাপিয়ে বৃষ্টির মধ্যে তিনজনে তাঁকে মানিকপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্যকেন্দ্রে ওই বৃদ্ধকে ভর্তি করানো হয়। আরএটি পরীক্ষায় জানা যায় ওই বৃদ্ধ ভবঘুরে করোনা আক্রান্ত নন। তবে প্রবল জ্বরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেল, বছর খানেক ধরে ওই ভবঘুরে মানিকপাড়া এলায়ায় ঘুরে বেড়ান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই ভুবঘুরেকে খেতে দিতেন। তাঁর নাম-পরিচয় কেউ জানেন না। অমিত, প্রণব ও অসিত জানালেন, তাঁরা এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের নিয়মিত পরিষেবা দিচ্ছেন। ভবঘুরে মানুষটিকে নালায় পড়ে থাকতে দেখে তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি।