ক্রিকেট

করোনার বিরুদ্ধে যুদ্ধে ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল বিসিসিআই

করোনার বিরুদ্ধে যুদ্ধে ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল বিসিসিআই - West Bengal News 24

দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের বিরুদ্ধে এবার লড়াইয়ে নামল বিসিসিআই। মারণ ভাইরাসকে রুখতে ১০ লিটারের ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এছাড়া কোভিড আক্রান্ত মানুষদের জন্য ওষুধের ব্যবস্থাও করছেন সৌরভ গাঙ্গুলি, জয় শাহরা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘‌দেশের এই কঠিন সময়ে হাজার হাজার চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনে থেকে লড়াই করছেন।

তবুও এই ভাইরাসকে হারানোর যুদ্ধ এখনও শেষ হয়নি। তাই কোভিড যোদ্ধা ও ভাইরাস আক্রান্তদের সাহায্য করার জন্য বিসিসিআই অক্সিজেন কনসেনট্রেটর দিল। আশা রাখি আমাদের এই ছোট্ট চেষ্টায় কিছু মানুষের উপকার হবে।’‌

এটা ঘটনা, গত কয়েক মাস ধরেই বিসিসিআই অক্সিজেন এবং ওষুধ সরবরাহের কাজ করে আসছে। দেশের কোভিড অবস্থার উন্নতি না হওয়া অবধি বোর্ডের এই কাজ চালু থাকবে বলে জানা গেছে। এদিকে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার অক্সিজেনের ব্যবস্থা করলেন হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া।

পান্ডিয়া পরিবারের তরফ থেকে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। দেশের ছোট শহরে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। টুইট করে বিষয়টি জানিয়েছেন পান্ডিয়া ব্রাদার্স।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button