কর্ম সন্ধান

কোভিড মোকাবিলায় রাজ্যে প্রচুর স্টাফ নার্স, টেকনিশিয়ান নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন

WBHRB Staff Nurse Recruitment 2021 : কোভিড মোকাবিলায় রাজ্যে প্রচুর স্টাফ নার্স, টেকনিশিয়ান নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন - West Bengal News 24

ফের সরকারি চাকরির সুযোগ। এবার নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে হাওড়া জেলায়। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি! সব তথ্য জেনে নিন।

কোভিড মোকাবিলায় এই নিয়োগ করা হচ্ছে। তাই চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩৫০ টি। পদগুলি হল: MT(CC) ৩৮ টি, MT(OT) ১৯ টি, স্টাফ নার্স ২৯১ টি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে।

শিক্ষাগত যোগ্যতা:
MT(CC), MT(OT) এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। সাথে মেডিক্যাল টেকনোলজি বিষয়ে দু’বছরের ডিপ্লোমা পাশ।
স্টাফ নার্স পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM অথবা B.Sc নার্সিং পাশ।

এই পদগুলিতে ২১ বছরের নিচে বয়স হলে আবেদন করা যাবে না।

বেতন: প্রত্যেকটি পদের জন্য প্রতিমাসে ১৭,২২০ টাকা।

কিভাবে আবেদন করতে হবে?
এই পদে আলাদা করে আবেদন করতে হবে না। কারণ এটি নিয়োগ করা হবে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে।

ওইদিন আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ৩১ মে, ২০২১ বেলা ১১ টা থেকে।

ইন্টারভিউ নেওয়া হবে হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে।

ইন্টারভিউ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য স্বাস্থ্য দপ্তরের http://www.wbhealth.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।

আরও পড়ুন ::

Back to top button