ঝাড়গ্রাম

ঝড়-বৃষ্টিতে দুর্গতদের পাশে খালশিউলির যাদব

স্বপ্নীল মজুমদার

ঝড়-বৃষ্টিতে দুর্গতদের পাশে খালশিউলির যাদব - West Bengal News 24

ঝাড়গ্রাম: যিনি বিপদে পাশে দাঁড়ান, তিনিই তো প্রকৃত মানুষের বন্ধু! এমনই একজন হলেন যাদব মণ্ডল। ঝাড়গ্রাম জেলার খালশিউলি এলাকার বাসিন্দা যাদববাবু ‘ইন্ডেন গ্যাসের ডিস্ট্রিবিউটার’।

বছর চৌত্রিশের ওই তরুণ ব্যবসায়ীর উদ্যোগে বুধবার ইয়াসের ঝড়-বৃষ্টিতে দুর্গত-দরিদ্র মানুষজনের ভরপেট খাবারের ব্যবস্থা করা হল। এদিন ঝাড়গ্রাম ব্লকের সরডিহার উদয়ন ক্লাব প্রাঙ্গণে যাদববাবুর উদ্যোগে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। সঙ্গে ছিল ডিম সেদ্ধ।

এলাকার দরিদ্র বাসিন্দাদের মধ্যে সেই খাবার বিলি করলেন ক্লাবের সদস্যরা। যাদববাবু নিজেও খাবার পরিবেশন করেন। যাদববাবু বলেন, ‘‘বিপদের দিনে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক।’’ আগামী দিনেও মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

ব্যবসায়ী যাদববাবু দীর্ঘদিন ধরে নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। গত বছর লকডাউনের সময়েও অভাবী পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, মাস্ক ও স্যানিটাইজার বিলি করতে দেখা গিয়েছিল যাদববাবুকে।

আরও পড়ুন ::

Back to top button