Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

ঝাড়খণ্ডে প্রবেশ করল ঘূর্ণিঝড় ইয়াস

ঝাড়খণ্ডে প্রবেশ করল ঘূর্ণিঝড় ইয়াস - West Bengal News 24

ওডিশা ও পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস।

সকাল ১০.১০: ওডিশায় প্রবল ক্ষয়ক্ষতি। ১০০-রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুত্‍ নেই রাজ্যের বহু এলাকায়।

সকাল ৯.৪৫: দিঘা, ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবারে উদ্ধারকাজ চালাচ্ছে নৌসেনা। বিশাখাপত্তনমে ৭টি দলকে তৈরি রাখা হয়েছে।

সকাল ৯.৩০: ইয়াসের প্রভাবে দিনভর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে হতে পারে বৃষ্টি।

সকাল ৯.০০: ঝাড়খণ্ডে প্রায় ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে কাজ। রাজ্য জারি রয়েছে সম্পূর্ণ লকডাউন। মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ৮ জন আহত হয়েছেন।

সকাল ৭.৩০: গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। বুধবার মধ্যরাতেই তা প্রবেশ করে দক্ষিণ ঝাড়খণ্ডে। ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ইয়াস। আগামী ১২ ঘণ্টায় তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

সূত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button