বলিউড
সুশান্ত মৃত্যু তদন্তে নয়া মোড়, সুশান্ত সিংহ রাজপুতের ঘনিষ্ঠ সিদ্ধার্থ পিঠানি গ্রেফতার করল এনসিবি
মাদক মামলায় সুশান্তের বন্ধু এবার সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করল এনসিবি। বরাবারই প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁকে প্রথম দেখতে পান সিদ্ধার্থ পিঠানি। এমনকী পুলিশকেও তিনি খবর দিয়েছিলেন বলে জানা যায়। আজ, শুক্রবার হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সুশান্তের মৃত্যুর পরই বলিউডে মাদক যোগ সামনে আসে। তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সিদ্ধার্থ পিঠানির আগে এই মামলায় অনেককে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সিদ্ধার্থকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। জেরায় এনসিবিকে প্রয়াত অভিনেতার বন্ধু জানায়, গত বছর জানুয়ারি মাস থেকে সুশান্তের সঙ্গে বান্দ্রার অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।
সূত্র : এ বি পি আনন্দ