Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

নর্থ ব্লকের বদলে সোমবার নবান্নেই হাজিরা দেবেন আলাপন

Alapan Bandyopadhyay : নর্থ ব্লকের বদলে সোমবার নবান্নেই হাজিরা দেবেন আলাপন - West Bengal News 24

৩১ মে সোমবার সকাল ১০টায় দিল্লিতে গিয়ে তাঁর কাজে যোগ দেওয়ার কথা৷ কিন্তু সূত্রের খবর, এখনও তাঁকে রিলিজ লেটার দেয়নি রাজ্য সরকার৷ রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অনেকই মনে করছেন, সোমবার নবান্নে গিয়ে কাজে যোগ দিতে পারেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandapadhay)৷ এখন পুরো বিষয়টাই তাঁর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে৷

শুক্রবার কলাইকুণ্ডা বিমানবন্দরে ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone yass) ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কেউই বৈঠকে যোগ দেননি। এর কয়েকঘণ্টার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করল কেন্দ্র। চিঠিতে জানানো হয়েছে, ৩১ মে সোমবার সকাল ১০টায় তাঁকে দিল্লিতে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে হাজিরা দিতে হবে।

এদিন রাতে এই বদলির নির্দেশ আসার পর শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন করেন সেই নির্দেশ প্রত্যাহার করার জন্য। কিন্তু এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারও তাদের নির্দেশ প্রত্যাহার করেনি। এদিকে, আলাপনের দিল্লিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন প্রাক্তন আমলারা। কারণ, দিল্লিতে কাজে যোগ দিতে হলে মুখ্যসচিবকে রিলিজ লেটার নিতেই হবে।

কিন্তু যদি বিষয়টি আদালত পর্য়ন্ত গড়ায় সেক্ষেত্রে কী হবে? প্রাক্তন আমলারা বলছেন, সংবিধান এবং ভারতীয় সিভিল সার্ভিসের (Indian Civil Service) রুল বুকে স্পষ্ট বলা রয়েছে, আইএএস বা আইপিএস আধিকারিকরা রাজ্যের অধীনে কর্মরত হলে, তাঁর বিরুদ্ধে কেন্দ্র কোনও ব্যবস্থা নিতে পারে না। মুখ্যমন্ত্রী শনিবার জানিয়েছিলেন, মুখ্যসচিবের বদলি নিয়ে ইতিমধ্যে আদালতে ক্যাভিয়েট করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে মতান্তর হলে রাজ্য বা কেন্দ্র কিংবা সংশ্লিষ্ট আধিকারিক সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারেন।

বলে রাখি, দিন কয়েক আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের মেয়াদবৃদ্ধির আবেদন মঞ্জুর করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারের অনুরোধে তাঁর কর্মজীবনের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছিল। প্রসঙ্গত, গতবছর অক্টোবর মাসে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। আগামী ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। গত ২৪ মে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমফান ও কোভিডের সময় কাজ করেছেন আলাপন। তাঁর অভিজ্ঞতা রয়েছে। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।’ শেষ ৮ মাস ধরে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন।

সূত্র : কলকাতা২৪x৭

আরও পড়ুন ::

Back to top button