Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

বিদেশি ক্রিকেটারদের না-পেলেও আইপিএল হবে জানালেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা

বিদেশি ক্রিকেটারদের না-পেলেও আইপিএল হবে জানালেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা - West Bengal News 24

কোভিড পরবর্তী আইপিএলে বিদেশি ক্রিকেটারদের (foreign players) খেলানো বিসিসিআই-এর (BCCI) সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে এতে বিন্দুমাত্র বিচলতি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড Board of Control for Cricket in India। সোমবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই-এর (BCCI) ভাইস-প্রেসিডেন্ট vice-president রাজীব শুক্লা (Rajeev Shukla)। মরু শহরে বসে শুক্লা পরিষ্কার জানিয়ে দেন, বিদেশি ক্রিকেটারদের না-পেলেও ২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলি হবে IPL 2021।

গত শনিবারই বোর্ডের বিশেষ সাধারণ সভায় ( Special General Meeting) ২০২১ আইপিএলর বাকি ৩১টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। মুম্বইয়ে বোর্ডের এসজিএম-এ স্থগিত হয়ে যাওয়া ২০২১ আইপিএলের শেষাংশ সেপ্টেম্বর-অক্টোবরে মরু শহরে করার ব্যাপারে সিলমোহর দেন বোর্ড কর্তারা। তবে এই সময়ে আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে বিদেশি ক্রিকেটারদের (foreign players) আইপিএলে খেলানো বিসিসিআই-এর (BCCI) কাছে কঠিন চ্যালেঞ্জ। যদিও এ ব্যাপারে বিশেষ ভাবচ্ছে না বোর্ড।

২০২১ আইপিএলের (IPL2021) শেষাংশ শুরু করার ব্যাপারে ইতিমধ্যেই মরু শহরে পাড়ি দিয়েছেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট। সম্প্রতি খালেজ টাইমস-কে দেওয়া সাক্ষাত্‍তকারে রাজীব শুক্লা জানান, বিদেশি ক্রিকেটারদের না-পেলেও আইপিএলের বাকি ম্যাচগুলি হবে। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই এখানে এসে গিয়েছি।

দু-একদিনের মধ্যে বিসিসিআই-এর বাকি অফিস-বেয়াররা যেমন, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সেক্রেটারি জয় শাহ (Jay Shah) এবং আইপিএল চেয়ারম্যান IPL chairman ব্রিজেশ প্যাটেল (Brijesh Patel) চলে আসবেন। এখানে আমরা আমিরশাহী ক্রিকেট বোর্ড এবং অনান্য অথরিটির সঙ্গে আলোচনা করব। তারপরই আইপিএলের সূচি ঠিক করা হবে। গত বছরের মতোই ভালোভাবে টুর্নামেন্ট হবে।’

করোনাভাইরাসের কারণে গত বছর আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে। কিন্তু এবার দেশের মাটিতে আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরু হলেও কোভিডের কারণে মাঝপথে তা স্থগিত হয়ে যায়। তবে ফের টুর্নামেন্টের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। কিন্তু এ ক্ষেত্রে বিসিসিআই-এর (BCCI) সামনে একটাই সমস্যা বিদেশি ক্রিকেটারদের (foreign players) পাওয়া।

এ প্রসঙ্গে শুক্লা বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের (foreign players) বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হল টুর্নামেন্ট শেষ করা। মাঝপথে কোনও টুর্নামেন্ট বন্ধ হয়ে যেতে পারে না। বিদেশি ক্রিকেটারদের পাওয়া গেলে ভালো। কিন্তু না-গেলেও টুর্নামেন্ট বন্ধ হবে না।’

সূত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button