বলিউড

ভারতে ৫জি প্রয়োগের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে মামলা জুহি চাওলার

Juhi Chawla : ভারতে ৫জি প্রয়োগের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে মামলা জুহি চাওলার - West Bengal News 24

৫জি ওয়্যারলেস নেটওয়ার্ক চালু করার বিরুদ্ধে মামলা ঠুকলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। এককালের নায়িকা এখন পরিবেশ কর্মী। তিনি বলছেন, ৫জি নেটওয়ার্কের তেজস্ক্রিয়তার ফলে মানুষের শরীরস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে।

আর কয়েক বছরের মধ্যেই দুনিয়া জুড়ে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার কথা। এই নিয়ে পরিবেশ প্রেমীরা আগে থেকেই বিরোধিতা করে আসছেন। জুহিও সেই দলে। এর মানে এই নয় যে তিনি প্রযুক্তির উন্নতির বিরোধী। জুহি বলছেন, ‘আমাদের কাছে বিশ্বাস করার পর্যাপ্ত কারণ আছে যে তেজস্ক্রিয়তা মানুষের শরীর এবং সুরক্ষার জন্য চরম ক্ষতিকর।’

জুহি আরও বলেন, ‘আমরা উন্নত প্রযুক্তি চালু হওয়ার বিরুদ্ধে নই। বরং উলটো, আমরা প্রযুক্তির দেওয়া অত্যাধুনিক পণ্য ব্যবহার করতে ভালবাসি। তার মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক পরিষেবাও আছে। কিন্তু এই ৫জি নিয়ে আমাদের সংশয় আছে। নেটওয়ার্ক টাওয়ার বেতার গ্যাজেট থেকে নির্গত তেজস্ক্রিয়তা নিয়ে নিজেদের গবেষণার পর পরিষ্কার এতে মানুষের চরম ক্ষতি হবে।’

জুহির মুখপাত্র জানিয়েছেন, মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে, মানুষ এবং সমস্ত পশুপাখির জন্য এই ৫জি নিরাপদ কিনা তা যাচাই করে দেখতে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও কোনও ক্ষতি হবে কি না তাও দেখতে বলা হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button