ঝাড়গ্রাম

করোনার প্রতিষেধক নিলেন ১০৩ বছরের মোক্ষদা

স্বপ্নীল মজুমদার

করোনার প্রতিষেধক নিলেন ১০৩ বছরের মোক্ষদা - West Bengal News 24

ঝাড়গ্রাম: বয়স একশো ছাড়িয়েছে। এখনও অটুট তাঁর মনের জোর। ঝাড়গ্রাম শহরের প্রবীণতম বাসিন্দা মোক্ষদা জেনা সোমবার করোনার প্রতিষেধক নিলেন। এদিন শহরের কলেজ মোড় লাগোয়া একটি স্কুল ভবনে পুরসভার ব্যবস্থাপনায় বয়স্কদের প্রতিষেধক দেওয়ার শিবির করা হয়েছিল।

শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা মোক্ষদাদেবী এদিন ছেলের সঙ্গে টোটোয় চেপে শিবিরে প্রতিষেধক নিতে এসেছিলেন। তাঁর ছেলে গৌরমোহন জেনা শহরের বিশিষ্ট চিকিৎসক। এদিন মোক্ষদাদেবীকে প্রতিষেধক কেন্দ্রে দেখে কৌতূহলি অনেকেই মোবাইল ফোনে তাঁর ছবি তুলতে শুরু করেন।

তাঁকে প্রতিষেধক দেওয়ার পরে স্বাস্থ্য কর্মী জানতে চান কোনও অসুবিধে হয়েছে কিনা। স্মিত হেসে মাথা নেড়ে মোক্ষদাদেবী জানান, তিনি ঠিক আছেন। ঝাড়গ্রাম পুরসভার একজিকিউটিভ অফিসার তুষারকান্তি সৎপথী বলেন, “মোক্ষদাদেবীর বয়স ১০৩ বছর। তিনি শিবিরে এসে প্রতিষেধক নিয়েছেন। এটা আমাদের সবার কাছে খুবই উৎসাহব্যঞ্জক।”

করোনা আবহে বয়স্কদের অনেকে শিবিরে গিয়ে প্রতিষেধক নিতে ভয় পাচ্ছেন। মোক্ষদাদেবী অবশ্য উপযুক্ত সতর্কতা নিয়ে শিবিরে এসে প্রতিষেধক নিয়ে ফিরে যান। জীবনের ১০৩ টি বসন্ত পার করেও মোক্ষদাদেবী এদিন প্রমাণ করলেন, বয়স কোনও বাধা নয়। বয়স কেবল সংখ্যামাত্র!

আরও পড়ুন ::

Back to top button