ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬০০ আন্তর্জাতিক শিল্পী
সম্প্রতি টানা ১১ দিন গাজার আল-আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনিদের অমানবিক আত্যাচার চালিয়েছে ইসরায়েল। অতর্কিত বোমা হামলায় ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল দেশটি। আর এর প্রতিবাদে এবার ইসরায়েলে ৬ শতাধিক আন্তর্জাতিক সংগীতশিল্পী সকল প্রকার কনসার্ট বর্জন করেছেন বলে জানা গেছে। এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষরও করেছেন তারা।
ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে অর্ধশতাধিক শিশু। অন্যদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিল না ইসরায়েল। এরই মধ্যে বিশ্বের অন্তত ৬০০ আন্তর্জাতিক শিল্পী একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। সেখানে লেখা আছে, মানবতাবিরোধী কার্যক্রমের জন্য ইসরায়েলকে তাঁরা শিল্পী হিসেবে বর্জন করছেন। সেখানে তাঁরা কোনো কনসার্ট করবেন না।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা।
চিঠিতে শিল্পীরা বলেছেন, ‘ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে সবাইকে। কারণ তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শক্তির সহিংসতার ভেতরে বসবাস করছে।’
তারা আরও বলেছেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা নীরবতা দেখতে পাচ্ছি। কিন্তু গাজায় তাদের হামলায় ২৪৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবরে এমনটা কাঙ্ক্ষিত নয়। ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার ব্যাপারে এ নীরবতা কখনও মেনে নেওয়া যাবে না।’
শিল্পীরা চিঠিতে এ বলে শেষ করেন, ‘আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পান সে জন্য কাজ করার আহ্বান করছি।’