ঝাড়গ্রাম

রেল হকার পরিবারের পাশে ঝাড়গ্রাম সারদা সঙ্ঘ

স্বপ্নীল মজুমদার

রেল হকার পরিবারের পাশে ঝাড়গ্রাম সারদা সঙ্ঘ - West Bengal News 24

ঝাড়গ্রাম: স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিবজ্ঞানে জীব সেবাই হল আসল ঈশ্বরসেবা। স্বামীজির সেই আদর্শকে সামনে রেখে সীমিত সামর্থ্য নিয়ে আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম সারদা সঙ্ঘ। রামকৃষ্ণ মিশনের আশ্রিত মহিলাদের এই সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের বাসিন্দা রেল হকারদের খাদ্যসামগ্রী দেওয়া হল।

এদিন সকালে ঝাড়গ্রাম শহরের মুসকান লজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ৪৪জন রেল হকারের পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত রায়, পুর প্রশাসক বোর্ডের সদস্য কল্লোল তপাদার, সারদা সঙ্ঘের সভানেত্রী স্বপ্না দাস প্রমুখ। স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী স্বপ্নাদেবী বলেন, “ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছেন রেল হকাররা।

সেই কারণে সমস্যায় পড়া পরিবারগুলির পাশে সীমিত সামর্থ্য নিয়েই পাশে দাঁড়িয়েছি।” তিনি জানালেন, সঙ্ঘের সদস্যাদের সম্মিলিত আর্থিক সাহায্যে এই কর্মসূচি করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে পুরসভার চেয়ারপার্সন প্রশান্তবাবু আসায় তাঁকে সঙ্ঘের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

স্বপ্নাদেবী বলেন, “ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সম্পাদক বর্তমানে ত্রিপুরার আগরতলা মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজের (শান্তনু মহারাজ) কাছেই আমরা শিখেছি, যা আছে তাই দিয়েই মানুষের পাশে দাঁড়ানো যায়। শান্তনু মহারাজ আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন। তাঁর আশীর্বাদ-শুভেচ্ছায় আমরা আগামী দিনে এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে ঈশ্বরসেবা করে যাবো।”

আরও পড়ুন ::

Back to top button