জাতীয়

নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ, তবে কমছে সুস্থতার হার

নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ, তবে কমছে সুস্থতার হার - West Bengal News 24

ক্রমশ স্বস্তি জোগাচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। কয়েকদিন আগেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছিল। একদিনে আক্রান্তের সংখ্যাও পেরিয়েছিল ৪ লক্ষের গণ্ডি। আপাতত সেই ট্রেন্ড নেমে এসেছে। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজারের কিছু বেশি নাগরিক। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন।

অন্যদিকে গত একদিনে দেশে মারা গেছেন ২ হাজার ৭১৩ জন আক্রান্ত। সংক্রামিতের মতো এই গ্রাফেও পতন লক্ষ করা গেছে। গতদিনের তুলনায় নেমেছে মৃতের হার। ফলে সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। পাশাপাশি আশার আলো দেখাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৭০ হাজার। আপাতত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন।


সর্বশেষ হিসেব অনুযায়ী, সুস্থতার হার ৯৩ শতাংশ। এদিকে অতিমারী রুখতে টিকাকরণ কর্মসূচি সচল রাখার বিষয়ে জোর দিচ্ছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যে দেশের মোট ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জন ভ্যাকসিন নিয়েছেন। যত দিন গড়াবে, এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে বলেই মত কেন্দ্রের।

সুত্র :দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button