ঝাড়গ্রাম: মাশরুম চাষ করে রোজগারের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারিত কয়েকজন যুবতীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বর থেকে অভিযুক্তকে ধরা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃত বছর তিরিশের কৃষ্ণ সিংয়ের বাড়ি ঝাড়গ্রামের বাগমুড়ি গ্রামে। শুক্রবার ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে অভিযুক্তকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ‘কৃষ্ণ মাশরুম অর্গানিক এগ্রি প্রোডাক্ট’ নামে একটি সংস্থার নামে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন যুবতীদের কাছ থেকে কৃষ্ণ টাকা নিয়েছিলেন। ঝাড়গ্রাম পুরসভা থেকে ওই সংস্থার নামে ট্রেড লাইসেন্স করিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছিলেন। মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা করে নেওয়া হয়েছিল।
অভিযোগকারীদের দাবি, দু’মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিতরা মাসে ৫ থেকে ১২ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কাউকেই প্রশিক্ষণ দেওয়া হয়নি। এদিকে কেন্দ্রীয় বাস টার্মিনাস চত্বরে অফিস খুলে আরও অনেককে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে কৃষ্ণ টাকা তুলছিলেন বলে অভিযোগ। কৃষ্ণকে জেরা করে জানা গিয়েছে, প্রায় পঞ্চাশ জন যুবতীর কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি।