খেলা

সালাহ-ব্রুইনদের হারিয়ে প্রিমিয়ার লিগ সেরা দিয়াজ

সালাহ-ব্রুইনদের হারিয়ে প্রিমিয়ার লিগ সেরা দিয়াজ - West Bengal News 24

প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াজ। কোচ হিসেবে এই পুরস্কার জিতলেন সিটিরই পেপ গার্দিওলা।

২৪ বছর বয়সী পর্তুগিজ তারকা দিয়াজ রক্ষণভাগ সামাল দিয়ে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন। গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মত প্রিমিয়ার লিগ জিতে সিটিজেনরা।

গত মে মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরাও নির্বাচিত হন দিয়াজ। গত সেপ্টেম্বরে ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেনফিকা ছেড়ে সিটিতে যোগ দেন তিনি। প্রথম মৌসুমেই সিটিজেনদের হয়ে ৩২টি লিগ ম্যাচ খেলে ১৫ গোলে অবদান রাখেন এই ডিফেন্ডার।

সিটি কোচ গার্দিওলা চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া টটেনহামের এরিক লামেলার হাতে উঠেছে প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা গোলের পুরস্কার ‘রাবোনা ফিনিশ’।

প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন ম্যানসিটির কেভিন টি কুইন, টটেনহামের গোল্ডেন বুট হ্যাপি কেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, লিভারপুলের মোহামেদ সালাহ, চেলসির ম্যাসন মাউন্ট, ওয়েস্ট হামের টমাস সৌচেক ও অ্যাস্টন ভিলার অধিনায়ক জ্যাক গ্রিলিশ।

গার্দিওলা ছাড়াও সেরা কোচ হওয়ার দৌড়ে ছিলেন মার্সেলো বিয়েলসা, ডেভিড ময়েস, ব্রেন্ডন রজার্স ও ওলে গানার সুলশার।

আরও পড়ুন ::

Back to top button