অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা’, সাফাই দিলেন নুসরত!
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের সাংসদ। তবে সবকিছু ছাপিয়ে এই অভিনেত্রী এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়।
সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে— মা হতে চলেছেন নুসরাত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তিনি। তবে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট করছেন এই অভিনেত্রী। ভক্তদের ধারণা, নিজের মনের কথাগুলোই রূপক অর্থে পোস্ট করছেন নুসরাত।
স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরাতের দাম্পত্য কলহের কথা টলিউড দর্শকদের অজানা নয়। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। এরই মধ্যে নুসরাতের মা হওয়ার গুঞ্জনে অনেকে মনে করছেন— যশের সন্তানের মা হচ্ছেন এই অভিনেত্রী। এছাড়া তার স্বামী নিখিলও জানিয়েছেন, এই সন্তানের বাবা তিনি নন।
এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত পোস্ট করেছেন, ‘সবাই মনে করেন অন্তরঙ্গতা মানে যৌনতা। কিন্তু অন্তরঙ্গতা মানে সততা। যখন বুঝতে পারবেন কাউকে সত্যটা বলা যায়, তখন তার সামনে নিজেকে মেলে ধরতে পারবেন। আর যদি তার প্রতিক্রিয়া হয়, তুমি আমার সঙ্গে নিরাপদ— এটিই অন্তরঙ্গতা।’