জাতীয়

পিত্‍জা, বার্গার হোম ডেলিভারি হলে রেশন কেন হবে না! প্রকল্প বন্ধে কেন্দ্রকে প্রশ্ন কেজরিওয়ালের

পিত্‍জা, বার্গার হোম ডেলিভারি হলে রেশন কেন হবে না! প্রকল্প বন্ধে কেন্দ্রকে প্রশ্ন কেজরিওয়ালের - West Bengal News 24

দুয়ারে রেশন পৌছনো’র প্রকল্প বন্ধ করা নিয়ে কেন্দ্র’কে তোপ দেগেই চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, ‘দুয়ারে রেশন চালু ক’রার দুই দিন আগেই কেন্দ্র সরকার সেটা বন্ধ করে দিল। যদি পিত্‍জা, বার্গার, স্মার্টফোন এবং জামাকা’পড় হোম ডেলিভারি হয় তবে রেশন কেন বাড়ি অবধি পৌঁছনো হবে না?’

কেজরি’ওয়াল আরও বলেন, ‘এই প্রথমবার একটি সরকার রেশন মাফিয়াদের হটাতে পদক্ষে’প নিয়েছিল। দেখুন, এই মাফিয়ারা কতটা শক্তিশালী, চালু হও’য়ার আগেই বন্ধ করে দিল প্রকল্পটি।’

কেন্দ্রের দাবি, এই প্রক’ল্প চালু করার আগে অনুমতি নেয়নি দিল্লি সরকার। কিন্তু কেজরি’ওয়াল সাফ জানালেন, এই প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন নেই। তবু জটিলতা এ’রাতে পাঁচবার অনুমতি চাওয়া হয়েছিল। এই দুয়ারে রেশন প্রকল্প অন্তত ৭২ লক্ষ রেশন কার্ড অধিকারীদের সাহায্য করতে পারত বলে জানিয়েছেন কেজরি।

আজ সকালে কেজরি’ওয়াল বলেন, কেন্দ্র সরকার সবার সঙ্গে ঝা’মেলা করছে। বাংলায় মমতা ব্যা’নার্জির সঙ্গে, মহারাষ্ট্র, দিল্লি এবং ঝাড়খণ্ড সরকারের সঙ্গে, এমনকী লাক্ষাদ্বীপের সাধারণ মানুষের সঙ্গেও। মুখ্যম’ন্ত্রী বলেন, ‘কেন্দ্র সরকার সবার সঙ্গে লড়ছে, এতে মানুষ বিপর্যস্ত।

আমরা যদি সা’রাক্ষণ লড়াই করতে থাকি তবে কোভিডের মোকাবিলার কী হবে। আমাকে এই প্রক’ল্পটি চালু করতে দিন, সব কৃতিত্ব আপনাকেই (নরেন্দ্র মোদি) দেব। রেশন তো আপ কিংবা বি’জেপি, কারও নয়। মানুষ পড়তে চায়, মোদি অথবা কেজরিওয়াল গরিব’কে রেশন দিয়েছেন। ৭০ লক্ষ মানুষের তরফে আমি জোড়হাতে অনুরো’ধ করছি, এই প্রকল্প চালু করতে দিন।’

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button